আমি একাই যাই।
নাইবা এলে মোর সাথে,
একাকি,হাটি আমি,
তোমায় ভেবে পাশে।
দমকা হাওয়া বয়ে যায়,
মাঝেমাঝে কিসের যেন গন্ধ,
আশেপাশে শুধুই অন্ধকার,
মনে হচ্ছে আমি অন্ধ।
তোমার শীতল হাতটা ধরা হলোনা আমার উষ্ণ হাত দিয়ে,
জানো ত? আমার রোজ ই জ্বর থাকে,
তবু খেয়াল রাখিনা নিজে।
পারিনা,তুমি ত জানোই,
আমি বড্ড বেখেয়ালি,
তোমার শব্দ,তোমার গন্ধ আমার চারপাশে ঘুরছে খালি।
তোমার সাথে ত আমার দেখা হলোনা আর,
ডেকেছি কত,প্রত্যাখ্যান করেছো বারবার।
আর নয়,আর ডাকবোনা বুঝলে তুমি?
তুমি ভালো থেকো,নিজের খেয়াল রেখো,
আমি না হয় তারা গুনি।