তোমায় নিয়ে হাটবো আজ গ্রামের কাঁচা পথে
জোনাক পোকা পথ দেখাবে মনেরই আনন্দে।
তুমি পাবে ভয়, তাকাবে ইতি উতি,
“ভয় পেয়োনা,আমি আছি” বলবো চুপি চুপি।
পথের মাঝে কাদায় মাখা রাস্তা যদি পরে,
হাত টা ধরে উচ্চ লাফে পার হবো এক সাথে।
তার মাঝেই তৃষ্ণা পাবে,চাইবে তুমি পানি,
আমি তোমায় বোতল দিবো,রেখো একটু খানি।
তারপরেতে বসব কোন বাঁশের মাঁচান পেলে,
তুমি বসবে আমার পাশে,আমার কাঁধে হেলে।
বলবো তোমায়,”চলো তারা গুনি”।
তুমি বলবে,”যাহ,তা আবার হয় নাকি?” আমি বলবো,”হয় না বুঝি?”
তারপর দিবো মুচকি হাসি, তুমিও হাসির উত্তরে হাসি দিয়ে বলবে,”শোনো,আজ আসি”