আজ আকাশটা বড্ড মেঘলা,
বৃষ্টি হচ্ছে ঝুমঝুম,
আকাশের আজ মন খারাপ,
করছে শুধুই গুম গুম।
খিচুড়ি খেতে গেলুম,
সাথে একটা ডিম ভাজি,
ভেবেছিলাম থাকবে ভর্তা সাথে,
তা আর হলোনা আজি।
খেতে গিয়ে মনে পড়লো “ওমা,তুমি কই?”
প্লেটের কোণে,গেলাসের গায়ে নেই তো আমার সই।
অথচ জানো,আমি তোমার ছোয়া সব খানে খুজেছিলুম।
তোমার গন্ধ গায়ে মেখে সারা জীবন কাটাতে চেয়েছিলুম।
এখন আছে শুধু তোমার অট্রহাসি,
আর অবাধ্য কিছু স্মৃতি।
যতই বলি হতচ্ছাড়া ছাড়,
সে যেনো বেড়ে ওঠে বার বার৷
নাহ,আজকে আর খিচুড়ি খাবো না,
এ খাবার আমার মুখে রুচবে না,
তোমার ছোয়া না পেলে যে বিরিয়ানিও পানশে লাগে।
আজ না হয় বৃষ্টি দেখি,
নিজের চোখেও বৃষ্টি নামাই,
মন খারাপ আজ আকাশ-মেঘের,
যাই,তার কান্না থামাই।