মেয়ে, তুমি ভাবছো কি?
এত উদাস হয়ে?
আকাশ পানে চেয়ে?
এত কিসের চিন্তা তোমার?
তুমি ভাবছো কি?
নীল নীলে আর সাদা ফিনফিনে আকাশে তুমি ই একমাত্র যাযাবর?
নাকি ভাবছো তুমি ই একমাত্র,যার প্রতিদিন হয়ে ওঠে ভারী কন্ঠস্বর।
এসব ভেব না। জানো ত?
এ পৃথিবীতে কেউ সুখি নয়৷
কেউ ভালো নেই,কোথাও কেউ নেই।
তাও ত তুমি দিব্বি আছো, আর সে মেয়েটা?
যে মৃত্যুর সাথে পাল্লা দিচ্ছে?
সেও কিন্ত বাঁচতে চায়।
কারণ? সে মৃত্যুকে উপলব্ধি করেছে।
মৃত্যুকে কাছে পাওয়া বড্ড সহজ, এবং একই সাথে,বড্ড কঠিন।
অদ্ভুত না? জীবনটা ত শুরুই হয়নি মেয়ে।
এত কিসের ভাবনা তোমার?
তুমি অসম্পুর্ণ নও।
তুমি কোন অংশে কম নও।
যদি,সবার মাঝে একই জিনিষ থাকে,
তাহলে সেটা ত প্রতিযোগিতা হবে।
জীবনে বেঁচে থাকাই যে খুব বড় প্রতিযোগিতা,
তা কি তুমি জানোনা?
তুমিও পারবে। তুমিই পারবে।
কারন এটা তুমি ই,যে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে।
তুমিও পারবে৷ তুমিই পারবে।
কারন তুমি ই সে,যে তোমায় হারাতে পারবে।
মনে রাখবে, তুমিও পারবে। তুমিই পারবে।