তোমায় কি বলিয়া সম্বোধন করি বলো ত?
প্রিয়? নাকি প্রিয়তমা?
নাকি ডাকবো তোমায় কোন আজগুবি নামে?
এই যেমন ধরো,ইঁদুর, পান্ডা, অথবা বিড়াল।
তোমায় না অনেকটা বিড়ালের মতই মনে হয় জানো?
বিড়ালের মন বোঝা দায়৷
সে আমি তোমার মন বুঝেছিলাম কবে বলো ত?
এই তুমি এক উদাস নয়না,
এই তুমি উগ্রচন্ডিকা।
এই তুমি আদুরে গলায় ডাকছো আমায়,
এই রেগেমেগে দিচ্ছো গালি৷
তাও জানো,ভালোই লাগে।
সব সময় এক সবজি খেতে কার ই বা ভালো লাগে?
তোমার চোখে আমি দুষ্টুমি দেখি জানো?
আর গালে দেখি লালিমা।
কাছে যেয়েও দূরে চলে যাই,
যদি মেখে দাও মেঘের কালিমা।
তোমায় আমি মেঘ ই ডাকবো,
হঠাৎ হঠাৎ বদলে যাও।
আমায় নাহয় একটু খানি আবহাওয়ার জানান দাও।